নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডালখোলা :: শুক্রবার ২৭,ডিসেম্বর :: ডালখোলা থানার সুর্যাপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় সুতলি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ২৭ নং জাতীয় সড়কের পাশে কোল্ডস্টোরেজের কাছে বোমাটি দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ এবং বোম ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছায়। বোমাটি উদ্ধার করে জাতীয় সড়কের পাশে একটি ফাঁকা জমিতে নিয়ে গিয়ে নিস্ক্রিয় করা হয়।
বোমা নিষ্ক্রিয়করণের সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পুলিশ বাহিনী, দমকল এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল। এলাকাবাসীর দাবি, ডাকাতির উদ্দেশ্যে বোমাটি আনা হয়েছিল। তবে কারা এটি রেখেছিল, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ। এলাকাবাসী নিরাপত্তার জন্য পুলিশের নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন।