কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মাল..0দহ :: বুধবার ১৮,ডিসেম্বর :: রতুয়া দুই নম্বর ব্লকে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হলো আজ। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই স্কুলেরই প্রাক্তন ছাত্র তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশী। এছাড়া উপস্থিত ছিলেন রতুয়া ২ নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা।
উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ নঈম উদ্দিন সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাও ছাত্র ছাত্রীরা। আগামী তিনদিন ধরে চলবে এই অনুষ্ঠান। ৭৫ বছর পূর্তির সূচনা ক্রমের একটি মশাল দৌড় প্রতিযোগিতার সূচনা করা হয়। মশাল হাতে প্রতিযোগিতার সূচনায় পা মেলান বিধায়ক। তিন দিনব্যাপী যে অনুষ্ঠান চলবে তাতে সকলের সহযোগিতার বার্তা রাখেন বিধায়ক