সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ২,সেপ্টেম্বর :: ক্লাসরুম ছেড়ে রাস্তায় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা । আন্দোলন , বিক্ষোভ ছাড়া কোনো উপায়ও নেই। ডিএ-র দাবী নয়, এবার স্কুলের পাশ থেকে ময়লা-আবর্জনা দূর করতে ক্লাসরুম ছেড়ে রাস্তায় নামলেন শিক্ষক শিক্ষিকারা। সঙ্গে যোগ দিল ছাত্র-ছাত্রীরাও ।
আর আসবেন নাই বা কেন। দীর্ঘদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর-সীতাকুণ্ড রোডে মাদারাট পপুলার একাডেমী স্কুলের পাশেই চাঁই হয়ে রয়েছে বিশাল আবর্জনার স্তূপ। বারুইপুর স্টেশন সংলগ্ন এই স্কুলের সামনে জনবহুল রাস্তার পাশে আবর্জনা ফেলতে ফেলতে স্তুপ হয়ে গিয়েছে।
স্কুলে বসে ক্লাস চালানো যাচ্ছেনা তীব্র দুর্গন্ধের জন্য । তাই স্কুলে সুস্থ পরিবেশের দাবী জানিয়ে শনিবার স্কুলের সামনেই স্কুলের বেঞ্চ পেতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন শিক্ষক-শিক্ষিকরা । হাতে ব্যানার-প্ল্যকার্ড নিয়ে সেই আন্দোলনে সামিল হল ছাত্র-ছাত্রীরাও ।
দুর্গন্ধ আর নোংরার জন্য ঐ রাস্তা দিয়ে যাতায়াত করা দুঃসহ হয়ে উঠেছে বলে জানান এলাকার বাসিন্দারা থেকে এই রাস্তায় চলাচল করা মানুষজনরাও। মোটের ওপর, এই রাস্তা দিয়ে রোজ হাজার হাজার মানুষ এবং যানবাহন যাতায়াত করে। রাস্তাটিকে সকলের যাতায়াতের যোগ্য করে তুলতে পুরসভার যেমন নজরদারি প্রয়োজন, তেমনি প্রয়োজন এলাকার মানুষের স্বচেতনতা।