নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বৃহস্পতিবার ৩১,অক্টোবর :: বাঁকুড়ার পেশায় চিত্রশিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় সূক্ষ্ম চুনাপাথর কেটে ৪ সেন্টিমিটার এর মা কালী তৈরি করেছেন। এছাড়াও রয়েছে তার অন্যান্য সৃষ্টি গুলি। প্রতিটিতেই ফুটে উঠেছে মা কালীর ভিন্নরূপ।
শিল্পী চাইলেই কত নতুনত্ব শিল্প সৃষ্টি করতে পারেন। বাঁকুড়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় সেটাই করে দেখাচ্ছেন। নিজে পেশায় চিত্রশিল্পী হলেও, একজন রাজ্যের নামকরা মাইক্রো আর্টিস্ট তিনি। অর্থাৎ ছোটখাটো সূক্ষ্ম জিনিসের উপর খোদাই করে মূর্তি তৈরি করে থাকেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।
শক্তি সাধনার আগে ই, তার নিজের অস্ত্রশস্ত্রে শান দিয়ে তৈরি করে ফেললেন আরও একটি বিশেষ মা কালীর মূর্তি। দারুন দেখতে, সূক্ষ্ম কারুকার্য। অবাক করবে আপনাকে। ভাববেন কিভাবে সম্ভব? আরও অবাক হবেন পেন্সিলের শীষের ওপর মা কালীকে দেখলে। দুর্দান্ত সূক্ষ্ম কাজ। ধানের শীষ,ব্লেড সহ বিভিন্ন জিনিসের উপর অর্ধেক ইঞ্চির মা কালী থেকে চার সেন্টিমিটারের ফুটিয়ে তুলেছেন মা কালীর রূপ।