সূর্যের ঝলসানিতে বিপর্যস্ত জনজীবন। বৈশাখ মাস পড়তেই চাঁদিফাটা রোদ দেখা দিয়েছে।এদিকে বৃষ্টির দেখাই পাওয়া যাচ্ছেনা

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ১৫ই,এপ্রিল :: সূর্যের ঝলসানিতে বিপর্যস্ত জনজীবন। বৈশাখ মাস পড়তেই চাঁদিফাটা রোদ দেখা দিয়েছে।এদিকে বৃষ্টির দেখাই পাওয়া যাচ্ছেনা।সামনে পবিত্র ঈদ।কেনাকাটা করতে শহরের বুকে বেড়েছে ভিড়। রৌদ্রকে উপেক্ষা করে চলছে ঈদের কেনাকাটা।তীব্র দাবদাহে পথ চলতি মানুষের মানুষ তৃষ্ণা মেটাতে উদ্যোগী হয়েছে প্রশাসন।

মালদহের চাঁচলের নেতাজি মোড়ে জল ছত্র করা হয়েছে।সেই শিবির থেকে পানীয় জলের বোতল ও পাউচ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।উদ্যোগী হয়েছে চাঁচল-১ নং ব্লক প্রশাসন ও চাঁচল ট্রাফিক বিভাগ।শনিবার পয়লা বৈশাখ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে।চলবে কয়েকদিন ধরে।অনির্দিষ্ট কালের এই জল ছত্র হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে পথ চলতি মানুষেরা।

এদিন চাঁচল মহকুমা ট্রাফিক ওসি চন্দন দে পথ চলতি মানুষের হাতে জলের বোতল ধরিয়ে দেন।পাশাপাশি টোটো,লরি ও অন্যান্য যানবাহন থামিয়ে জল দেওয়া হয়। দাবদাহে কিভাবে সতর্কতা অবলম্বন করবেন।একটি হ্যান্ডবিল দেওয়া হয় প্রত্যেককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 17 =