সচিন দেব :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: টাইগার হিল দার্জিলিং এ অবস্থিত । পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান টাইগার হিল। টাইগার হিল থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার অনুভব একেবারেই আলাদা। এখান থেকে দার্জিলিং শহরের দূরত্ব ১১ কিলোমিটার। টাইগার হিল থেকে দার্জিলিং পাহাড়ি পথে হেঁটে যাওয়া যায়। শীতকালের টাইগার হিলে মনোরম তুষারপাতের দৃশ্য দেখতে দূর দূর থেকে পর্যটক ছুটে আসেন।টাইগার হিলের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা। নিচু উচ্চতায় সূর্যোদয়ের সময় সূর্যের আলোয় আলোকিত হওয়ার আগেই কাঞ্চনজঙ্গাতে আলোকছটা দেখতে পাওয়া যায়। এই অপরূপ দৃশ্য একবার দেখলে চিরজীবন মনে থাকবে। তাই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় প্রচুর মানুষ টাইগার হিলে জমায়েত হন।এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্ট কে দেখতে পাওয়া যায়। টাইগার হিলের উচ্চতা অনেকটাই বেশি সে কারণে আকাশ পরিষ্কার থাকলে কার্শিয়াং সহ বিভিন্ন এলাকা গুলি টাইগার হিল থেকে দেখতে পাওয়া যায়।