নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: সেগুন গাছের লগ বোঝাই একটি কন্টেইনার আটক করে বন দপ্তরের হাতে তুলে দিলেন জিএসটি দপ্তরের আধিকারিকরা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হল গাজোল টোলপ্লাজা এলাকায়।
ঘটনা প্রসঙ্গে গাজোল বন দপ্তরের এক আধিকারিক জানান, সোমবার একটি দশ চাকার কন্টেইনারে করে বেশকিছু সেগুন গাছের লগ অবৈধভাবে পাচার করা হচ্ছিল। ওই সময় জিএসটি দপ্তরের আধিকারিকরা গাজোল টোলপ্লাজার কাছে কন্টেইনারটিকে আটক করে।
কিন্তু কন্টেইনার চালক লগ বোঝাই করে নিয়ে যাওয়ার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি। সেই কারণে মঙ্গলবার সকালে জিএসটি দপ্তরের আধিকারিকরা বন দপ্তরে খবর দেয় |
সেই মতো বন দপ্তরের আধিকারিকরা এসে সেগুন গাছের লগ বোঝাই কন্টেইনার সহ তার চালককে আটক করে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে।