নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৬,সেপ্টেম্বর :: সেচ দপ্তর থেকে শুরু হয়েছে ফুলহর নদী সংলগ্ন দক্ষিণ প্রান্তের ভাঙ্গন প্রবন এলাকার পাড় বাঁধানোর কাজ। এই পাড় বাধানোর কাজ চলছে হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর ভাকুরিয়া গ্রাম অঞ্চলে।
আর এই পার বাঁধানো কে ঘিরে নদীর দক্ষিণপ্রান্তে থাকা কাউয়াডল রশিদপুর ভকুরিয়া প্রভৃতি গ্রামের বাসিন্দারা নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন।আজ উত্তর ভাকুরিয়া এলাকায় সেচ দপ্তরের এই কাজের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
তাদের দাবি নদীর দক্ষিণ প্রান্ত ভাঙ্গন প্রবন এলাকা। প্রতিবছরই নদীর জল বাড়লে ব্যাপক হারে ভাঙ্গন হয় এলাকায়। কিন্তু সেচ দপ্তর এবারে জল কমতেই ভাঙ্গন প্রতিরোধে পাড় বাঁধানোর কাজ শুরু করেছে ।কিন্তু দেখা যাচ্ছে পাথরের বোল্ডার দিয়ে নয় নদীর মাটি কেটে সেই মাটি বস্তা তে বোঝাই করেই তার বাধানোর কাজ চলছে। আর এই বস্তা নদীর স্রোতে ভেসে চলে যাচ্ছে।
এইভাবে পাড় বাধালে তা বেশিদিন স্থায়ী হবে না বলে দাবি এলাকার বাসিন্দাদের। আজ তারা সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে নদীর পাড়ে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষুব্ধ বাসিন্দাদের দাবি এইভাবে নদীর পাড় বাঁধানো হলে সেটা ক্ষণস্থায়ী হবে। অবিলম্বে পাথরের বোল্ডার দিয়ে পাড় বাঁধানো হোক।