নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগরদীঘি :: শুক্রবার ১৬,মে :: সেতু নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে সাগরদীঘির গোবর্ধনডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মাঝিডাঙ্গা এলাকায়।
হরিণাডাঙ্গা ও মাঝিডাঙ্গা যাতাযাতের সংযোগ স্থল স্থাপনের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ হচ্ছে সেতু। কিন্তু একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ হাসান নামের ঠিকাদারের বিরুদ্ধে।
সাগরদিঘির সমষ্টি উন্নয়ন আধিকারিক দেখেও না দেখার ভান করছে তিনি যদি সঠিক থাকতেন তাহলে এই ধরনের কাজ করতে পারতেন না বলে জানান কর্মধ্যক্ষের স্বামী অমিত সর্দার।
সাগরদীঘি পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ দফতরের কর্মধ্যক্ষ ফুলন সর্দারের স্বামী অমিত সর্দার আরো জানান – মুখ্যমন্ত্রী কে মানছে না এই বিডিও।
মুখ্যমন্ত্রী বলেছেন কোনো ইউনিয়ন থাকবে না অথচ বিডিও সাহেব ইউনিয়ন নিয়েই চলতে ভালোবাসে। জানিনা কত টাকা কমিশন রয়েছে। তবে আমরা চাই অবিলম্বে এর একটা ব্যবস্থা নেওয়া দরকার।