সেনাবাহিনীর এক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে হঠাৎ করেই রবিবার রাতে কলকাতায় পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১৪,সেপ্টেম্বর :: সেনাবাহিনীর এক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে হঠাৎ করেই রবিবার রাতে কলকাতায় পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আগাম প্রকাশ না হওয়ায় শহরে চমক সৃষ্টি হয়েছে।সূত্রের খবর, সোমবার সকালে ফোর্ট উইলিয়ামে আয়োজিত সেনাবাহিনীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। সেখানে সেনা কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকও হতে পারে। প্রতিরক্ষা শক্তি ও পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের কর্মকৌশল নিয়েই মূলত আলোচনা হবে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ও সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্তারা। নিরাপত্তার কারণে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কড়া নজরদারি চালানো হচ্ছে।

রাজনৈতিক মহলে অবশ্য মোদীর এই আকস্মিক সফর নিয়ে জল্পনা শুরু হয়েছে। শুধু সেনার কর্মসূচিই নাকি এর মূল উদ্দেশ্য, নাকি এর পিছনে অন্য কোনও রাজনৈতিক বার্তাও আছে—তা নিয়েও প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =