সেনা প্রধানদের সাথে কলকাতায় মোদির বৈঠক আগামী মাসে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ব্যুরো :: মঙ্গলবার ১৯,আগস্ট :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সেপ্টেম্বর মাসে কলকাতায় সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে চলেছেন।

প্রতিরক্ষা দফতর সূত্রে জানা গেছে, এই বৈঠকে দেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি, সীমান্তের বর্তমান অবস্থা এবং আসন্ন প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে উপস্থিত থাকবেন সেনাপ্রধান, পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার ও প্রতিরক্ষা মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকরা। বৈঠকে বিশেষ করে ভারত-চীন সীমান্তের নজরদারি, উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি কার্যকলাপ দমন এবং সমুদ্রপথে কৌশলগত অবস্থানকে গুরুত্ব দেওয়া হবে।

রাজনৈতিক মহল মনে করছে, এই বৈঠক শুধুমাত্র প্রতিরক্ষা নয়, পূর্ব ভারতে কেন্দ্রের উন্নয়নমূলক ও নিরাপত্তা নীতিকেও নতুন দিশা দেখাতে পারে। কলকাতার রাজভবন এবং সেনানিবাস এলাকায় বৈঠক হতে পারে বলে সূত্রের খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =