সেপ্টেম্বরের শুরুতেই বিশেষ অধিবেশন ডাকল রাজ্য বিধানসভা

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২৮,আগস্ট :: সেপ্টেম্বরের শুরুতেই বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিধানসভার সচিবালয়কে সেই নির্দেশ দেওয়া হয়েছে। তবে অধিবেশনের আনুষ্ঠানিক এজেন্ডা এখনও প্রকাশিত হয়নি।

সরকারি মহলের বক্তব্য, প্রশাসনিক ও সাংবিধানিক কয়েকটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করতেই এই অধিবেশন আহ্বান করা হয়েছে। যদিও বিরোধী শিবির মনে করছে, এর আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে রয়েছে।তাদের অভিযোগ, সরকার কোনও বিশেষ বিল পাশ করানো বা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্যই এই কৌশল নিয়েছে।

শাসকদলের তরফে অবশ্য দাবি করা হচ্ছে, বিধানসভা বিশেষ অধিবেশন ডাকা একেবারেই নিয়মিত প্রক্রিয়া। প্রয়োজন অনুযায়ী এ ধরনের অধিবেশন ডাকা হয়, বিরোধীদের অভিযোগ অমূলক।

অন্যদিকে বিরোধী দলগুলি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। তারা জানাচ্ছে, অধিবেশনে শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান ও আইনশৃঙ্খলা—সব বিষয়েই সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা হবে।

সব মিলিয়ে সেপ্টেম্বরের শুরুতেই বিশেষ অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। শাসক ও বিরোধী উভয় শিবিরের সক্রিয়তায় অধিবেশনের মঞ্চ হয়ে উঠতে পারে তীব্র রাজনৈতিক লড়াইয়ের অঙ্গন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 15 =