নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মধ্যমগ্রাম :: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম চৌমাথায়,”সেভ ড্রাইভ,সেভ লাইফ” নিয়ে পুলিশের সচেতনতা শিবির ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল বুধবার। “সেফ ড্রাইভ, সেভ লাইফ” অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলতি মানুষদের সচেতন করতে সকলকে বোঝানো হয় যেন সকলেই বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করে এবং রাস্তা পারাপার হওয়ার সময় যেন ট্রাফিক সিগন্যাল দেখে রাস্তা পারাপার করেন।
এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ব্যাবহার যাতে কেউ না করেন। করোনা পরিস্থিতিতে মানুষ যাতে মাস্ক পরে থাকেন সে ব্যাপারটিও তুলে ধরা হয় মানুষের সামনে । এদিনে মধ্যমগ্রাম চৌমাথায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসাত জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি ও অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর সহ অন্যান্য জেলা পুলিশ আধিকারিকরা।