নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১১,মার্চ :: পথ চলতে গেলে সাধারণ মানুষের সুরক্ষা যেমন প্রয়োজন সুরক্ষা একই সাথে পথের সারমেয়দের সুরক্ষা প্রয়োজন । সেফ ড্রাইভ সেভ লাইফ এই বার্তা নিয়ে মঙ্গলবার তিনটি সমাজ সেবী সংগঠনের উদ্যোগে দুর্গাপুর ইস্পাত নগরীতে বার্তা দিলো |
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও দুর্গাপুর ট্রাফিক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা পৌঁছে দিতে দুর্গাপুরের বেশ কিছু জায়গায় গার্ডরেল বসানো হয়। বার্তা একটাই সাধারণ মানুষের যেমন সুরক্ষা প্রয়োজন তেমনি সারমেয়দেরও সুরক্ষা প্রয়োজন ।
গাড়ির গতি নিয়ন্ত্রণে রেখে চালালে সাধারণ মানুষ গাড়িচালক বাইক আরোহী পথচারী থেকে শুরু করে পথের পাশে থাকা সারমেয়গুলির জীবন ঝুঁকি থাকবে না ফলে সুস্থ থাকবে সমাজ ।