নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মন্দারমণি :: শনিবার ২৭,জুলাই :: সৈকত নগরীর পর্যটন এলাকায় মধুচক্র বন্ধ করতে তৎপর জেলা পুলিশ প্রশাসন। মন্দারমণির দুটি হোটেলে বড়সড়ো মধুচক্রের পর্দা ফাঁস করলো পুলিশ। সৈকত নগরী মন্দারমণি’তে দীর্ঘদিন ধরে চলছিল রমরমিয়ে দেহ ব্যবসা। ৬ জন যুবতী মক্ষীরাণী উদ্ধারের পাশাপাশি, এজেন্ট, হোটেলের ম্যানেজার ও কর্মীসহ ১৩ জন’কে গ্রেফতার করলো মন্দারমনি উপকূল থানার পুলিশ।
অভিযোগ, মান্দারমণি’র দুটি হোটেলে রাতে মধুচক্রের আসর বসে। এমনিতে ছুটির দিন হলেই মান্দারমণি’তে ভীড় থাকে। রাতে মান্দারমণি উপকূল থানার বিশেষ পুলিশ বাহিনী দুটি হোটেলে হানা দেয়। ৬ জন যুবতী’কে উদ্ধার ও ১৩ জনকে গ্রেফতার করে। উদ্ধার হওয়া যুবতীদের বাড়ি পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও কলকাতার বিভিন্ন এলাকায়। এদিকে গ্রেফতার এজেন্ট, হোটেলের ম্যানেজার ও কর্মীদের বাড়ী কাঁথি, রামনগর, পটাশপুর, বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায়।