সৈকত নগরী দীঘায় এবার নতুন সংযোজন। দীঘা স্টেশনের পাশে ও জগন্নাথ মন্দিরের অদূরে গড়ে উঠছে এক অভিনব রেস্টুরেন্ট।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: শুক্রবার ২১,মার্চ :: সৈকত নগরী দীঘায় এবার নতুন সংযোজন। দিঘা স্টেশনের পাশে ও জগন্নাথ মন্দিরের অদূরে গড়ে উঠছে এক অভিনব রেস্টুরেন্ট। দেখলে মনে হবে এক ট্রেনের বগি।এক কামরার ট্রেনের বগিতেই তৈরী করা হয়েছে রেস্টুরেন্ট।

ট্রেনের এক পরিতক্ত বগিকে নিয়ে এসে স্টেশনের পাশেই বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্ট।   দীঘায় এলে ট্রেন থেকে নেমেই আপনি এই বিশেষ বগির ট্রেনে উঠলেই নানা পদের খাবার পাবেন  । বিরিয়ানি থেকে চিলি চিকেন, তন্দুরি থেকে বার্গার, সব ধরনের ফাস্টফুড খাবার পাবেন এখানে।

শীততাপ নিয়ন্ত্রিত এই এক বগির ট্রেনের কামরায় আপনি এলে এক অন্য রকম অনুভুতি পাবেন। রেল কোচ রেস্টুরেন্ট সেনাপতি এন্টারপ্রাইজের পরিচালনায় গড়ে উঠেছে এটি। রেলের তরফ থেকে একটি বিশেষ উদ্যোগ। একদিকে সৌন্দর্যায়ন অন্যদিকে দীঘায় আগত পর্যটকদের জন্য নতুন আকর্ষণ।

এক কামরার ট্রেনের বগিতে বসে একান্তে আলাপচারিতা করতে করতে খাবারের আস্বাদ নিতে পারবে দীঘায় আগত পর্যটকরা। দীঘা স্টেশনের ঢোকার মুখেই এই অভিনব রেলের কামরা আপনারা দেখতে পাবেন। উদ্বোধনের সাথে সাথে মানুষদের ভিড় জমতে শুরু করেছে এই অভিনব রেলের কামরায়।

রেলের অব্যবহৃত এক রেলের বগিকে নিয়ে এসেই তৈরি করা হয়েছে এই অভিনব রেস্টুরেন্ট। দীঘার সৌন্দর্যায়নে এক নতুন পালকের সংযোজন। দিনের পর দিন দীঘায় পাল্লা দিয়ে বাড়ছে পর্যটকদের সংখ্যা। ভ্রমণ প্রিয় বাঙ্গালীদের কাছে এই ট্রেনের বগি আকর্ষণীয় হয়ে দাঁড়াবে। দীঘা এলে অবশ্যই ঘুরে যান এই অভিনব রেলের কামরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 13 =