সৈকত সরণী জবরদখল নিয়ে নতুন বছরে সরগরম দীঘা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: বৃহস্পতিবার ২,জানুয়ারি :: সৈকত সরণী জবরদখল নিয়ে নতুন বছরে সরগরম দীঘা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছেন, সৈকত লাগোয়া রাস্তায় হকারদের বসা যাবে না। পর্যটকদের সমুদ্র দর্শনে স্বাচ্ছন্দ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, ইতিমধ্যে বিষয়টি দীঘা উন্নয়ন পর্ষদ ঘোষণাও করে দিয়েছে।

কিন্তু বহু হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী এই নিয়ম মানছে না। বড়দিন থেকে নববর্ষ এই উৎসব মরশুমে দীঘায় পর্যটকদের ব্যাপক ভিড় হয়েছে। তাই বিক্রিবাট্টার জন্য সৈকত সরণী জবরদখল করে হকাররা ফের ব্যবসা শুরু করে দিয়েছে।

তাছাড়া দীঘার বিশ্ববাংলা পার্ক ও সৈকত সরণি লাগোয়া এলাকা নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। সেই সৌন্দর্য উপভোগ করা ও অবাধ যাতায়াতের ক্ষেত্রে পর্যটকদের অসুবিধা হচ্ছে।

জবরদখলকারী হকারদের জন্য, বেজায় ক্ষুব্ধ সৈকত সরণী লাগোয়া স্থায়ী ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, লাখ লাখ টাকা দিয়ে স্টল কিনেও কোন লাভ হচ্ছে না। কারণ ক্রেতা আসছেন না। সামনের হাকারদের থেকেই পর্যটকরা জিনিস কিনছেন। আর স্থায়ী দোকানে পসরা সাজিয়ে বসে, মাছি মারছেন স্থায়ী ব্যবসায়ীরা।

কিছুদিন আগে জগন্নাথ মন্দির পরিদর্শনে দীঘা এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় সৈকত থেকে এই ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের হটিয়ে দেওয়া হয়েছিল। নতুন বছরে ফের তারা বসতে শুরু করে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =