নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোদপুর :: বৃহস্পতিবার ২৫,ডিসেম্বর :: সোদপুরের আবাসন থেকে দুই বোনের দেহ উদ্ধার। তাঁরা পানিহাটির ৩ নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্র দত্ত রোডের বাসিন্দা। আত্মহত্যা নাকি খুন? ঘনাচ্ছে রহস্য। মৃত দুই বোন সবিতা দত্ত চট্টোপাধ্যায় (৬১) এবং কনিকা দত্ত (৫৭)। ঘটনাস্থলে পৌঁছয় খড়দা থানার পুলিশ।
হরিশচন্দ্র দত্ত রোডের একটি আবাসনের একতলা থেকে দুই বোনের দেহ উদ্ধার করা হয়। এই দুই বোন ফ্ল্যাটে একাই থাকতেন বলে জানা গেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবার চরম আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। আর্থিক কোনও সংস্থান ছিল না। খাওয়া পরার টাকা ছিল না তাঁদের।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দীর্ঘদিন অনাহারে থাকার কারণেই মৃত্যু হয়েছে দুই বোনের। দুই বোনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আবাসন থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে খড়দা থানার পুলিশ ৷

