সোনামুখীর ঐতিহ্যবাহী কালীপুজোর গাইড ম্যাপের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: কালি কার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পৌরশহর সোনামুখী । আগামীকাল সোনামুখী পৌরশহর কালীপুজোকে কেন্দ্র করে জমজমাট আকার ধারণ করবে । ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা চোখে পড়ার মতো । পাশাপাশি বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন ও সোনামুখী থানাও অত্যন্ত সচেতন রয়েছে পৌর শহরের কালীপুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে । আর

সে কথা মাথায় রেখে বুধবার সন্ধ্যায় সোনামুখী থানা প্রাঙ্গণে সোনামুখীর ঐতিহ্যবাহী কালীপুজোর গাইড ম্যাপের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার । প্রশাসনের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসা জানিয়েছেন সোনামুখী পৌরসভার সাধারন মানুষরা । জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন এসডিপিও কুতুব উদ্দিন খান , সোনামুখী থানার আইসি , সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *