সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: মঙ্গলবার ১৯,আগস্ট :: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মদারাট পঞ্চায়েত এর টগরবেরিয়ায় ছুরিকাহত হয়ে সোনারপুরের যুবক শুভঙ্কর মন্ডলের খুনের ঘটনায় ফের উত্তপ্ত হল টগরবেড়িয়া গ্রাম। এই খুনের ঘটনায় জগবন্ধু মণ্ডল বলে একজন গ্রেপ্তার করেছে পুলিস ।আরও দুই অভিযুক্ত অরূপ পাটালি ও রাকেশ মণ্ডল ওরফে ভুতো পলাতক। সোমবার রাতে রাকেশ ও অরূপের বাড়িতে বাইক নিয়ে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল নিহত যুবক শুভঙ্কর মন্ডলের পাড়ার লোকজনের বিরুদ্ধে। এমনকী, টগরবেরিয়ার এক ছেলেকে তুলে নিয়ে যাওযার অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, শুভঙ্কর এর বাড়ি সোনারপুরের মুড়োগাছা এলাকায়। ভাঙচুরের ঘটনার পরে এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এলাকার মহিলারা ছেলে মেয়েদের পড়তে নিয়ে যেতে ভয় পাচ্ছেন। তারা অবিলম্বে এলাকায় পুলিশ টহল ও ক্যাম্প এর দাবি করেছেন।
গ্রামবাসীদের অভিযোগ, ২০-২২ জন বাইক করে গ্রামে আসে। তারপরই অভিযুক্ত রাকেশ ও অরূপের বাড়ি নির্বিচারে ভাঙচুর চালায়। ঘরের টিভি বাইরে নিয়ে এসে ভেঙে ফেলা হয়। জানালা দরজা ভাঙা হয়।
চেয়ার টেবিল সহ আলমারি সব ভেঙে ফেলা হয়। ঘরে থাকা বস্তা চাল ফেলে দেওয়া হয়। এই ভাঙচুর এর সময় গ্রামবাসীরা কেউ ভয়ে ধারে কাছে ঘেঁষতে পারেনি। পরে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনা স্থলে যায়।