সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ায় পুলিশের কড়া পদক্ষেপ সোনারপুরে। ইতিমধ্যে বৃহস্পতিবার থেকে তিনদিনের কার্যত লকডাউন ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কোভিড বিধি পালনে কড়া পদক্ষেপ শুরু করে পুলিশ। সোনারপুর থানার আই.সি খোদ রাস্তায় নেমে প্রচার চালান ।
গতকালের মতো বুধবার ও সকাল থেকে গড়িয়া, বালিয়া সহ একাধিক বাজারে নজরদারি ও মাইকিং শুরু করছে পুলিশ। যারা মাস্ক ছাড়া বের হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আগামী তিনদিন যাতে সকলেই বিধিনিষেধ মেনে চলে সেই বিষয়েও সবাইকে সচেতন করতে কোমর বেঁধে নেমেছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন সোনারপুর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে কয়েকদিনে । এরই মধ্যে তিনদিনের জন্য কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে । তার পরও অধিকাংশ মানুষজন স্বচেতন হচ্ছেনা । তাই পুলিশকেই উদ্যোগ নিয়ে কঠোর হয়ে রাস্তায় নামতে হচ্ছে ।