সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: রাজপুর সোনারপুর পুর সভার ১১ নং ওয়ার্ডের নির্বাচনী পথ সভার উপর হামলার অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিদের বিরুদ্ধে। অভিযোগ সোমবার বৈকালে জগদীশপুর হ্যাচারিমোড়ে বিজেপির মঞ্চ ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা।
এমনকি বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।। ঘটনায় সন্ধ্যায় সোনারপুর থানার সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। অপরাধীদের শাস্তির দাবি তোলে তারা। লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনারপুর থানায়। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। তদন্তে সোনারপুর থানার পুলিশ।