সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: বৃহস্পতিবার ১,আগস্ট :: পুর্ব কলকাতায় জলাভূমির উপর তৈরি বহুতল ভাঙল প্রশাসন ৷ বেআইনীভাবে কোনরকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে এই বহুতল ৷ নজরদারি এড়িয়ে কিভাবে এই বহুতল নির্মান হল তা নিয়েই উঠছে প্রশ্ন ৷
কলকাতার মুকুন্দপুর লাগোয়া জগদীপোতায় জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছিল বহুতল ৷ আদালতের নির্দেশ নিয়ে এই বহুতল ভাঙার কাজ শুরু করল সোনারপুর ব্লক প্রশাসন ৷
সোনারপুর বিডিও ও নরেন্দ্রপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতিতে এই বেআইনী নির্মান ভাঙার কাজ শুরু হয়েছে ৷ সুপ্তি জানা নামে একজনের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে ব্লক প্রশাসন সুত্রে জানা গিয়েছে ৷ এক সপ্তাহের মধ্যে পুরো বাড়িটি ভেঙে ফেলা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
স্থানীয় সূত্রে জানা গেছে, সুপ্তি জানা নামে একজনের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করেছে ব্লক প্রশাসন। তিনিই প্রথম জলাভূমি বুজিয়ে বাড়ি তৈরি হচ্ছে বলে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। এক সপ্তাহের মধ্যে পুরো বাড়িটি ভেঙে ফেলা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ৷