সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: শনিবার ৬,জুলাই :: সোনারপুরে সাতসকালে এক বিজেপি কর্মীকে কোপানোর অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোনারপুরের চৌহাটি এলাকায় গোবিন্দ অধিকারী নামে এক বিজেপির কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে
এমনকি বাধা দিতে এলে গোবিন্দ অধিকারীর স্ত্রী ও পুত্রকে ও ধারালো অস্ত্রের দিয়ে আঘাত করা হয়। গোবিন্দ অধিকারী ১৮৯ নম্বর বুথের গত লোকসভা নির্বাচনের বিজেপির ছিল।শনিবার ভোর ৩.৩০ টের পর তাঁর বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। তাঁকে, তাঁর স্ত্রীকে এবং পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। বাড়িতে গোবিন্দের কন্যাও ছিলেন। তবে তাঁর উপর হামলা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবিন্দের স্ত্রী নমিতা অধিকারী এবং পুত্র গৌরব অধিকারী গুরুতর জখম।পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আটক করা হয়েছে আক্রান্তদের প্রতিবেশী সুভাষ দেবনাথ এবং তাঁর পুত্র সুমিত দেবনাথকে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এটি পারিবারিক গোলমাল। কিছু দিন আগে কুকুর মারা নিয়ে এই দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ।
তার পর থেকেই তাঁদের মধ্যে তিক্ততা বৃদ্ধি পায়। শনিবারের হামলার সঙ্গেও সেই ঝামেলার যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। মূল অভিযুক্ত অর্চন পশুপ্রেমী হিসাবে পরিচিত এলাকায়। পুলিশের প্রাথমিক ধারণা, কুকুরের উপর হামলার প্রতিশোধ নিতেই এই কাণ্ড ।