সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: দোলের দিন রং খেলার জন্য প্রেমিকাকে বাড়িতে ডেকেছিল প্রেমিক। রং খেলার পরে মত্ত অবস্থায় প্রেমিকাকে মারধরের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায়। প্রেমিকের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ জানিয়েছে প্রেমিকা।ওই তরুণীর অভিযোগ, শুক্রবার সকালে ফোন করে ও বলে ওদের বাড়িতে রং খেলতে যেতে। বলল, গাড়ি নিয়ে তুমি আমাদের বাড়ি চলে এস। বাড়ির সকলে মিলে একসঙ্গে রং খেলব।
রং খেলার সময়ই ও মদে পুরো ডুবেছিল। আমি রং তুলতে যাই ওদের কলতলায়। তখন আজেবাজে কথা বলতে শুরু করে আমায়। ওই যুবকের বাবা প্রতিবাদ করতে ও বাবাকেও গালিগালাজ করেছে। নেশার ঘোরে ওই যুবক এই ঘটনা ঘটায় নাকি এর আগে অন্য কোনও কিছু ঘটেছিল তাও খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ।