নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: সোনারপুর নেবুতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর উদ্ধোধন করলেন সৌরভ গাঙ্গুলি। প্রদীপ প্রজ্জ্বলন করেন, মায়ের পায়ে ফুল দেন ও আরতিও করতে দেখা যায় তাকে। পুজোর সময় উদ্ধোধন না করলেও দু-তিনটি পুজো দেখতে বিভিন্ন জায়গায় যান।
বিরাট কোহলির রানে ফেরা ও ভারতের জয় স্বস্তির বলে জানান তিনি। বিশ্বকাপে ভারত কি করে সেটাই এখন দেখার বলে জানান তিনি। আইসিসি প্রেসিডেন্ট হওয়া নিয়ে প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে যান। এবার পুজোয় কলকাতাতেই থাকবেন বলে সৌরভ জানিয়েছেন। নেবুতলা সার্বজনীন দুর্গোৎসব এবার ২১ তম বর্ষ।