সোনার কোয়েল ! কমনওয়েলথে জোড়া সোনা জিতেছে – উচ্ছ্বাস ধুলোগড়ে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ২৯,আগস্ট :: বয়স মাত্র ১৭। অথচ ওজনতোলার মঞ্চে একের পর এক রেকর্ড ভেঙে বাজিমাত করছে সাঁকরাইলের মেয়ে কোয়েল বর। গতকাল আমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি বিভাগে ইউথ এবং জুনিয়র—দুই বিভাগেই সোনার পদক জিতেছে কোয়েল।

আগের রেকর্ড: ১৮৮ কেজি
কোয়েলের তোলা ওজন ১৯২ কেজি
স্ন্যাচ: ৮৫ কেজি ,ক্লিন অ্যান্ড জার্ক: ১০৭ কেজি

ধুলোগড়ে আনন্দের ঢেউ কোয়েলের সাফল্যের খবর ছড়াতেই সাঁকরাইলের ধুলোগড়ের ব্যানার্জি পাড়ায় ভিড় উপচে পড়ে। প্রতিবেশী, আত্মীয়, সকলের মুখে গর্ব আর উচ্ছ্বাস। টিভি ও মোবাইলের পর্দায় চোখ রেখে তারা প্রত্যক্ষ করেছেন সোনার মেয়ের জয়যাত্রা।

পরিবারের প্রতিক্রিয়া মা, শ্রাবন্তী বর বলেন“আমি চাই মেয়ে খেলাধুলায় আরও এগিয়ে যাক। ও পটলের তরকারি আর ইলিশ মাছ খুব পছন্দ করে। ক্যাম্পে সেগুলো পায় না। বাড়ি ফিরলেই ওর জন্য রান্না করব।”

বাবা, মিঠুন বর বলেন “আমি নিজেও ওয়েটলিফটিং করেছি, কিন্তু তেমন সাফল্য পাইনি। তাই ছেলে-মেয়েকে খেলায় আনলাম। কোয়েলের খেলা দেখে গর্বে বুক ভরে গেছে। আশা করি আন্তর্জাতিক মঞ্চেও দেশের মুখ উজ্জ্বল করবে।”

২০২৩ সালে পাতিয়ালার জাতীয় ক্যাম্পে নির্বাচিত হওয়ার পর সেখানেই থেকে পড়াশোনা ও প্রশিক্ষণ চালাচ্ছে। বর্তমানে দশম শ্রেণির ছাত্রী। এখন পরিবারের একটাই অপেক্ষা—সোনার মেয়ে কবে ঘরে ফিরবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − one =