সোনার দোকানে ডাকাতি এবং শুট আউট কাণ্ডের চার ঘন্টার মধ্যেই সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়গপুর :: শনিবার ৩০,সেপ্টেম্বর :: সোনার দোকানে ডাকাতি এবং শুট আউট কাণ্ডের চার ঘন্টার মধ্যেই সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের।অত্যন্ত তৎপরতার সাথে পাঁচ ডাকাতকে গ্রেফতার ও অস্ত্রশস্ত্র মোবাইলসহ উদ্ধার হল একাধিক আই কার্ড। প্রসঙ্গত রেল শহর খড়গপুরের গোলবাজার এলাকায় একটি সোনার দোকানে দোকান খোলার পরেই পাঁচ দুষ্কৃতি বন্দুক নিয়ে ঢুকে পড়ে।

এরপর দোকানদারের সঙ্গে বাক-বিতন্ডায় তারা জড়িয়ে পড়ে এবং তাদেরই গুলিতে আক্রান্ত হয় দোকানের মালিক এবং এক সহকর্মী। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে সিসিটিভি ফুটেজ দেখেই তদন্তে নামে পুলিশ প্রশাসন।

ঘন্টা চারেকের মধ্যেই তারা পাশের জেলা ঝাড়গ্রাম পুলিশ মিলে অভিযান চালায় । তাতেই গ্রেফতার হয় পাঁচ ডাকাত এবং আটক হয় তাদের ব্যবহৃত স্করপিও গাড়িটিও। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন এই ডাকাতরা সকলেই বিহারের বাসিন্দা ।

তারা কয়েকদিন আগেই ব্লু প্রিন্ট তৈরি করে এই দোকানে চুরির পরিকল্পনা করে । মূলত পরিতক্ত রেল কোয়ার্টারে দুদিন ধরে আস্তানা গেড়ে রীতিমতো রেকি করার পর অপারেশন চালায় দুষ্কৃতি দল। প্রথমে ক্রেতা সেজে দোকানে ঢুকে লুঠপাঠ চালায় , এরপর বাধা পেয়ে রীতিমতো শুট আউট করে চম্পট দেওয়ার চেষ্টা করে । পরিকল্পনামাফিক সবটা করলেও পুলিশের সক্রিয়তায় মাত্র চার ঘন্টার মাথাতেই ধরা পড়ে যায় পাঁচ দুষ্কৃতি।

গোপীবল্লভপুর থানার রানটুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকটি কার্তুজ,একটি ছুরি সহ একাধিক মোবাইল ফোন। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে কিছু পরিচয় পত্র।

গাড়ি ছেড়ে গা ঢাকা দিতে স্থানীয় মাঠের মধ্যে কাপড় খুলে বসে পড়ে দুষ্কৃতীরা। এরপর ড্রোন দিয়ে নজরদারী চালায় পুলিশ। শেষমেশ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে ঝাড়গ্রাম পুলিশও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − three =