সোনা সমেত গ্রেপ্তার হল আন্ত:রাষ্ট্রীয় সোনা চালান চক্রের সদস্য।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ১৫,নভেম্বর :: গোপন সূত্রের খবরের ভিত্তিতে, কোচবিহার জেলার শীতলকুচি এলাকায় ডেরা পেতে বসে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিরা । সূত্রের খবর মারফত এরপর তারা একজন ব্যাক্তিকে অনুসরণ করা শুরু করেন।

এক অভিযুক্তকে জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় আটক করা হয়, ওই ব্যক্তির নাম তাপস সাহা জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা । সেই ব্যক্তির হেফাজত থেকে পাওয়া যায় তিনটি সোনার বিস্কুট । এরপর দ্রুত গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।

তাকে রীতিমত জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা। তারা জানতে পারে তাপস সাহা আন্ত:রাষ্ট্রীয় সোনা চালান চক্রের সঙ্গে যুক্ত ।

ধৃত এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবার পর বেশ কিছুজনের নাম উঠে আসে | যারা সক্রিয় রয়েছে শিলিগুড়ি , কলকাতা সহ আশেপাশের আরও বিভিন্ন এলাকাগুলিতে | চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা পাওয়া মাত্রই শুরু করে তদন্ত ।

ধৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হওয়া সোনার আনুমানিক ওজন ১ কিলো ৭৪৬ গ্রাম | যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৫ লক্ষ ৪৮ হাজার ৯৬০ টাকা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 19 =