নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৭,এপ্রিল :: কেন্দ্রীয় সরকারের ন্যাশানাল হেরাল্ডের ৭০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা ও সোনিয়া গান্ধী -রাহুল গান্ধীর নামে মামলায় চার্জশিট দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে
ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা আনন্দ মাধবজীর উপস্থিতিতে দূর্গাপুর প্রান্তিকা বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকাও দাহ করা হয়।
এই বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে প্রবীণ নেতা সুদেব রায়, তপন সিনহা, জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না, জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জী, জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার, জেলা সোশাল মিডিয়া সেলের চেয়ারম্যান সুদর্শন চক্রবর্তী সহ জেলা ও ব্লকের সমস্ত স্তরের নেতৃত্ব ও কর্মীরা অংশগ্রহণ করেন।