সোমবার কলকাতায় অমিত শাহ, টার্গেটে বিধানসভা নির্বাচন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সোমবার ২৯,ডিসেম্বর :: তিন দিনের সফরে আজ, সোমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা । ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বঙ্গ বিজেপিকে লড়াইয়ের মন্ত্র দিতে |

সাংগঠনিক ফাঁকফোকর ভরাট করতেই তাঁর এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। বর্ষশেষের মুখে শার এই সফরসূচি ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতির অলিন্দে শুরু হয়েছে জোর চর্চা।এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা স্বরাষ্ট্রমন্ত্রীর । বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যাবেন সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে। সেখানে রাতেই রাজ্য বিজেপির কোর কমিটি এবং নির্বাচন কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা তাঁর। এরপর বিকেলে মানিকতলার কেশব ভবনে আরএসএসের উত্তর, দক্ষিণ ও মধ্যবঙ্গের শীর্ষ প্রচারক ও কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টার সমন্বয় বৈঠকে যোগ দেবেন শা।

বুধবার সকালে ইসকন মন্দির দর্শনের পর হোটেল রাজকীয়তে রাজ্যের বিজেপি বিধায়ক ও সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজন ও রণকৌশল নির্ধারণ বৈঠক করবেন তিনি।

সফরের শেষলগ্নে বুধবার বিকেলে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে কলকাতা মহানগরীর মণ্ডল, জোন ও জেলা কর্মকর্তাদের নিয়ে তাঁর সভাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। দলীয় সূত্রের দাবি, গত লোকসভা নির্বাচনে কলকাতার ৪৫টি ওয়ার্ডে বিজেপি অভাবনীয় লিড পেয়েছে।

পাশাপাশি, আরজি কর কাণ্ডসহ সাম্প্রতিক নানা ইস্যুতে শাসক দলের প্রতি নাগরিক সমাজের ক্ষোভ বেড়েছে। এই প্রেক্ষাপটে কলকাতার ১৪টি বিধানসভা কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে দখল করতে চাইছে গেরুয়া শিবির। সায়েন্স সিটির সভা থেকে মহানগরীর নিচুতলার কর্মীদের সেই জয়ের পথই বাতলে দেবেন শা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =