নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ : কান্দি :: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা শাসকের দফতরের সোমবার কান্দির পৌর নির্বাচনের জন্য প্রথম দফায় কান্দি পৌরসভার ১৮ টা ওয়ার্ডের মধ্যে ১১ টা ওয়ার্ডের কংগ্রেস পর্থিরা মনোনয়ন পত্র জমা দিলেন। এদিন কান্দি শহর কংগ্রেসের সভাপতি সাহিত্য পরদিন সিনহা কান্দি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস পার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন ।
কান্দি শহর কংগ্রেসের আহবায়ক আলোক কুমার অধিকারীর স্ত্রী শ্রাবণী অধিকারী কান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জন্য মনোনয়ন পত্র জমা দেন এবং কান্দি পৌরসভার অন্যান্য ওয়ার্ডে বিভিন্ন নতুন মুখের পার্থী মনোনয়ন জমা দেন।
বিজ্ঞাপন
এদিন কান্দি মহকুমা শাসকের দফতরের কংগ্রেস নেতারা মনোনয়ন পত্র জমা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আসন্ন পৌর নির্বাচনে তৃণমূলের নানান দুর্নীতিকে সামনে রেখে কান্দি পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।