নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির কান্দি মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন সোমবার। এদিন হুমায়ুন কবির কান্দি মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ভাস্কর মজুমদার এর এজলাসে আত্মসমর্পণ করলেন । গত ২৬ শে ডিসেম্বর ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জি হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেন ।
ভরতপুরের একটি কর্মীসভায় ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন । সেই স্বতঃপ্রণোদিত মামলা রুজুর পর সোমবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কান্দি মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন এবং ১০০০ টাকার বন্ড এর বিনিময়ে জামিন নিলেন । কান্দি মহকুমা আদালত সূত্রে জানা গেছে এই মামলার পরিপ্রেক্ষিতে আগামী ৩১শে মার্চ ২০২২ পরবর্তী শুনানি রয়েছে হুমায়ুন কবিরের ।