কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৩,ফেব্রুয়ারি :: ডিজিটাল বেঙ্গল মিডিয়া গ্রুপ ন বছরে পদার্পণ এবং ডিজিটাল বেঙ্গল পত্রিকার তৃতীয় বর্ষ উপলক্ষে সোমবার কালিয়াচক নজরুল ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে ডেইলি অনলাইন পত্রিকার উদ্বোধন করা হয়।
এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিগণ ডিজিটাল বেঙ্গল মিডিয়া গ্রুপ কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। এদিনের অনুষ্ঠানে এলাকার সামাজিক, স্বাস্থ্যের উপর বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংবর্ধিত করা হয় তার সঙ্গে এলাকার সাংবাদিকগণকেও সংবর্ধনা জানানো হয়। প্রথমে আগত অতিথিদের বরণ করে নেওয়ার পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক এক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ হালদার, বিধায়ক শ্রীরুপা মিত্রের প্রতিনিধি নন্দ কুমার ঘোষ, কালিয়াচক কলেজের অধ্যক্ষ নাজিবুর রহমান ও মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান, জেলা পরিষদের বন ও ভূমি কর্মধ্যক্ষ আব্দুর রহমান, কালিয়াচক ডক্টর ক্লাবের সভাপতি ডাক্তার হাজীরুল ইফকার,
শিক্ষারত তানিয়া রহমত, ডিজিটাল বেঙ্গল মিডিয়া গ্রুপ এর কর্ণধার আসাদুল হক, প্রচুর সাংবাদিকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন অনলাইন ডেলি নিউজ পেপার উদ্বোধন ঘিরে বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট ব্যক্তিবর্গ গণ সংবাদমাধ্যমের বিভিন্ন দিক তুলে ধরেন। আরো কি করে এগোলে সংবাদ মাধ্যম এর ভূমিকা সাধারন মানুষের উপরে প্রভাব ফেলবে তা নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।