নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হবিবপুর :: মঙ্গলবার ১,এপ্রিল :: সোমবার পবিত্র ইদ-উল-ফিতর অর্থাৎ খুশির ইদের নমাজ অনুষ্ঠিত হল হবিবপুর ব্লকের আইহো বাজার ইদগাহ ময়দানে।এদিন আইহো অঞ্চলের মুসলিম কমিটি তরফে আইহো বিভিন্ন মসজিদ থেকে র্যালি করে আসে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষ।
নমাজ পাঠ করলেন কয়েক হাজার নমাজি। আর নমাজ পাঠ শেষ হতেই একে-অপরকে আলিঙ্গন করে জানালেন ইদ মোবারক। নমাজিদের খুশির ইদের শুভেচ্ছা জানালেন পরস্পরকে । এদিন সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি’ বজায় রেখে খুশি খুশি মনে ইদ পালনের বার্তা দিলেন সকলকে।
পাল্টা বিশ্বশান্তির দোয়া প্রার্থনা করে মিল-মহব্বত বজায় রেখে মালদায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার বার্তা দিলেন নমাজিরা।