নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৪,জুলাই :: সমাজে সার্কাস বিলুপ্তোর দিকে চলে গেছে । তাই সার্কাস কে বিলুপ্ত হাত থেকে সমাজে জাগ্রত করার জন্য এমনই উদ্যোগ নিয়েছে সার্কাস।এদিন সোমবার বিকেল পাঁচটা নাগাদ প্রথম শুরু হলো সার্কাস গাজোলের তারাতলা তারা কালি মন্দির সংলগ্ন ময়দানে।
এই সার্কাস শুভ উদবোধন করেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি, গাজোল ১ নং প্রধান এছাড়া অন্যানরাও ফিতা কেটে শুভ উদবোধন করেন। এরপর তাদের মন মাতানো একাধিক সার্কাস খেলা শুরু হয়। এই সার্কাস খেলা উপভোগ করার জন্য প্রচুর দর্শকদের সমাগম হয় চোখে পড়ার মতন।