সোমবার বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ও সমাবেশ।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: ফুলবাড়ি :: সোমবার ২১,জুলাই :: সোমবার বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ও সমাবেশ। ফুলবাড়িতে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাইকোর্টের অনুমতি হাতে নিয়েই চলছে মঞ্চ বাধার কাজ।

নারী সুরাক্ষা সহ একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে এই অভিযান হলেও আদতে ২৬এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরে দলকে চাঙ্গা করতেই বিজেপির এই কর্মসুচি বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।ধর্মতলায় তৃণমূলের ২১শে জুলাইয়ের পাল্টা জলপাইগুড়ির ফুলবাড়িতে উত্তরকন্যা অভিযান গেরুয়া শিবিরের।যুব মোর্চার ডাকে কর্মসূচি হলেও প্রধান বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।রবিবার সকাল থেকে মঞ্চ বাধার কাজের তদারকি করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ।যুব মোর্চার এই কর্মসূচির জল আদালত অবধি গড়িয়েছে।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অনুমতি না দিলেও শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিযানের শর্তসাপেক্ষে অনুমতি নিয়ে আসে গেরুয়া শিবির। কোর্টের নির্দেশ মেনে ফুলবাড়ীতে মঞ্চ বাঁধতে গেলেও স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় বিজেপি নেতৃত্বকে।

যদিও পরে পুলিশ প্রশাসন স্থানীয়দের সাথে কথা বলে হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশ পিকেট বসিয়ে মঞ্চ বাধার কাজ শুরু হয়।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন নারী সুরক্ষা সহ বিভিন্ন ইস্যুতে গেরুয়া শিবিরের এই কর্মসূচী হলেও নেপথ্যে রয়েছে ২৬এর বিধানসভা নির্বাচন। রাজ্য জুড়ে তৃণমূলের দাপাদাপি হলেও উত্তরবঙ্গে সে অর্থে ঘাসফুল ফোটাতে পারেনি শাসকদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 8 =