নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তুফানগঞ্জ :: মঙ্গলবার ১৩,মে :: সোমবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার বারোকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের ট্রিসীমা কালীবাড়ি ১৭ নম্বর জাতীয় সড়কে। পুলিস জানিয়েছে, মৃতের নাম শুভজিৎ ভৌমিক (৫)। তার বাড়ি বারোকোদালি এলাকায়।স্থানীয় বাসিন্দা অলোক কুমার দে বলেন, ওই শিশুটি ঠাকুমার সাথে রাস্তা পার হচ্ছিলো। সেই সময় দ্রুত গতির একটি ছোট চার চাকার গাড়ির ধাক্কায় রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। সিসি ক্যামেরার ফুটেজ সনাক্ত করে ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।