নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙা :: বুধবার,২জুলাই :: ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশে তৃণমূল কর্মীদের যোগদান নিশ্চিত করতে সোমবার মাথাভাঙা শহরের নজরুল সদনে শহর ব্লক তৃনমুল কংগ্রেসের তরফে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন বিনয় কৃষ্ণ বর্মণ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা সভাপতি বলেন, “একুশে জুলাই প্রতিটি অঞ্চল থেকে কর্মীদের ধর্মতলায় পৌঁছাতে হবে।” পাশাপাশি তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, “এখন থেকেই এলাকাভিত্তিক সংগঠন মজবুত করে মানুষের পাশে দাঁড়াতে হবে।”
সভায় নেতৃত্বের বার্তা, তৃণমূল শুধু ভোট নয়—মানুষের আস্থা অর্জনের লড়াই। তাই কর্মীদের উদ্দেশে বার্তা, মাঠে-মাঠে থেকে মানুষের দরজায় পৌঁছাতে হবে।