নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জেমো বাজার এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে কাজ সেরে বাড়ি ফেরার পথে জেমো বাজার এলাকায় একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় কান্দি থানার অন্তর্গত শাসপাড়া গ্রামের বাসিন্দা ইনিজ সেখের।
সোমবার রাতে পথ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ইনিজ সেখকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ইনিজ সেখকে মৃত বলে ঘোষণা করে। ইনিজ সেখের মৃত্যু নিশ্চিত হবার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কান্দি শহরের জেমো বাজার এলাকায়।