নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ২১,জানুয়ারি :: সোমবার রাতে হাওড়ার বার্ণ স্টান্ডার্ড কোম্পানির ভিতরে আগুনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্বে আনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে কারখানার ভিতর থেকে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেওয়া হয় ।কাছেই দমকল ও ভাগিরথী নদী থাকায় দ্রুত আগুন আয়ত্বে আনা সম্ভব হয়েছে। যদিও দীর্ঘদিন ধরে এই কারখানা বন্ধ হয়ে গিয়েছে।
কিন্তু কি ভাবে এই বন্ধ কারখানায় আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।দমকলের প্রাথমিক অনুমান দীর্ঘদিন বন্ধ থাকায় ইলেকট্রিক ওয়ারিং এ শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।