নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ১৮,সেপ্টেম্বর :: ডি ভি সি র ছাড়া জলে সোমবার রাত থেকেই জল ঢুকতে শুরু করে হাওড়া দ্বীপাঞ্চল বলে পরিচিত ঘোড়াবেড়িয়া- চিতনান ও ভাটোরা গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে এই দুই গ্রাম পঞ্চায়েতের মূল রাস্তায় প্রায় পাঁচ ফুটের উপর জল।
উল্লেখ্য এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় বাংলার লোক উৎসব রান্না পুজো জনপ্রিয় পাশাপাশি মঙ্গলবার ছিল বিশ্বকর্মা পুজো। এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু ছোটখাট যন্ত্রাংশ তৈরীর কারখানা যেমন আছে তেমনি রয়েছে বেশ কিছু কামারশাল। কিন্তু হঠাৎ বন্যায় ম্লান হয়ে গিয়েছে এই দুই ধর্মীয় অনুষ্ঠান। জানা গিয়েছে সোমবার রাত থেকেই ডিভিসির জল মন্দেশ্বরী ওপর দিয়ে বইতে থাকে।
মঙ্গলবার সকালে তা বিপদ সীমার উপরে পৌঁছয় এবং ধীরে ধীরে প্লাবিত হতে থাকে এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকা। বেশকিছু সরকারি প্রতিষ্ঠান বন্যার জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। মোটের ওপর পরিস্থিতি যেদিকে এগোচ্ছে হাওড়ার বন্যা পরিস্থিতি অবনতি হতে চলেছে বলে মনে করছে।