সোমবার শীতের আমেজকে সঙ্গী করে ছুটির মেজাজে ঘরের বাইরে কাটালেন বর্ধমান বাসী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ০১,জানুয়ারি :: বছরের শুরুতেই চড়ুই ভাতিতে মাতলেন আট থেকে আশি। সোমবার শীতের আমেজকে সঙ্গী করে ছুটির মেজাজে ঘরের বাইরে কাটালেন বর্ধমান বাসী।সোমবার জেলার সব পিকনিক স্পটেই ছিল উপচে পড়া ভিড়। অনেকেই সপরিবারে সবান্ধবে বছরের প্রথম দিনটা আনন্দে উল্লাসে কাটালেন। সারাদিন চলল খেলাধুলা, গান বাজনা, আড্ডার সঙ্গে ভূরি ভোজ।

চা,কফি,মুড়ি,ছোলাভাজা, বেগুনীর সাথে সকালের টিফিনের মেনুতে রাখা হয়েছে নলেন গুরের সন্দেশ। দুপুরের মেনুতে আছে ভাত,ডাল,আলু চিপস্, ফুলকপির রোস্ট,পোস্তর বড়া,আলু পোস্ত, চিকেন,মটনের গায়ে গা ঘেঁষে আছে আনারসের চাটনি,টমেটো সাবুর পাঁপড় । নলেন গুড়ের রসগোল্লা,নলেন গুড়ের সন্দেশ,সাথে তাল মিলিয়ে আছে দেশী মিঠা পাতার পান।এর পর সকলে মিলে একসাথে নৌকায় নদী পারাপার,

মাঝে শীতের দাপট একটু কমে গিয়েছিল। উত্তুরে হাওয়ার সঙ্গে আবার সেই শীতের আমেজ ফিরে এসেছে বর্ষশেষে। সেই শীত উপভোগ করার আয়োজনে কোনও খামতি রাখেননি ভোজন রসিকরা।

শহরের সদরঘাট, নদীর পার,ডিভিসি পার সর্বত্রই পিকনিকের আনন্দে মেতে উঠেছে সকলে। সকাল থেকেই ভিড় জমে উঠেছে এই পিকনিক স্পট গুলোতে। বেলা যত বেড়েছে ততই বেড়েছে ভীড়।খাওয়া দাওয়া খেলাধুলা গল্পে আড্ডায় হই হুল্লোড়ে দিন কাটালেন অনেকেই।তবে অশান্তি এড়াতে পিকনিক স্পটে দেখা গেছে পুলিশ প্রশাসনকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =