নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সোমবার সকাল থেকে নদিয়ার মায়াপুর ইসকনে আয়োজন করা হয় পাঁচ হাজার কন্ঠে গীতাপাঠ ওগীতা যজ্ঞ অনুষ্ঠানের। পশ্চিমবঙ্গের সুস্থ ও সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে এবং ভগবত গীতাকে পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে ও গীতাকে জাতীয় গ্রন্থ হিসেবে অন্তর্ভুক্ত করতে মায়াপুর ইসকন মন্দিরে ৫০০০ ভক্তের সমন্বয়ে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন মঠ মন্দিরের উদ্যোগে ।
মায়াপুর ইসকনের সিকিউরিটি ট্রেনিং গ্রাউন্ডে সমবেত গীতা পাঠ অনুষ্ঠিত হলো। সোমবার সকাল থেকেই ভক্ত সহ সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। এদিনের গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তিনিও সাধারণ ভক্তদের সাথে গীতা পাঠ অনুষ্ঠানে সামিল হয়ে গীতা পাঠ করলেন।