সোমবার সাতসকালেই হাতির হামলায় ঝাড়গ্রাম জেলায় একজনের মৃত্যুর ঘটনা ঘটলো।

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ঝাড়গ্রামের জারুলিয়া গ্রামে হাতির হামলায় এক জনের মৃত্যু , বনদফতরের ওপর ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।সোমবার সাতসকালেই হাতির হামলায় ঝাড়গ্রাম জেলায় একজনের মৃত্যুর ঘটনা ঘটলো।

সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের জারুলিয়া গ্রামে বাড়ির উঠোনে এক ব্যক্তি কে হাতি আছাড় মেরে পা দিয়ে পিষে দেয়।

ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যায়। মৃত ব্যক্তির নাম গণেশ সিং ,তার বয়স আনুমানিক ৫০ বছর। ওই ঘটনার পর এলাকার বাসিন্দারা বনদফতর এর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন ।ফসলের ক্ষতির পাশাপাশি ঘরবাড়ির ক্ষতি করছে প্রতিদিন হাতির দল ।সেই সঙ্গে প্রাণহানির ঘটনা ঘটছে। যার ফলে এলাকার বাসিন্দারা প্রচণ্ড ক্ষুব্ধ বনদপ্তর এর উপর।

হাতির হামলার মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত বুধবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার গোখুরপাল গ্রামে পূর্ণচন্দ্র মাহাতো নামে এক ব্যক্তির হাতির হামলায় মৃত্যুর ঘটনা ঘটে।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে হাতির হামলায় ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া এলাকায় মিনি খিলাড়ি নামে এক মহিলার মৃত্যু হয় ।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার নেদাবহড়া অঞ্চলের জারুলিয়া গ্রামে হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটলো। যার ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে বনদপ্তর এর উপর মানুষের ক্ষোভ ক্রমশ বাড়তে শুরু করেছে ।

হাতির হামলায় মৃত্যুর খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা জারুলিয়া গ্রামে যায়।জারুলিয়া গ্রামে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করার চেষ্টা করে। কিন্ত মৃতদেহটি কে আটকে রেখে গ্রামবাসীরা পুলিশ ও বন দফতরের কর্মীদের বিক্ষোভ দেখায়।

যার ফলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করতে পারেনি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে । ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =