নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১৫,এপ্রিল :: ‘এরপর দিদির গাড়িতে হামলা হবে, বেশি দেরি নেই’, সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে শ্রীঘরে প্রাক্তন রেল কর্মী। ধৃত অবসরপ্রাপ্ত রেলকর্মীর নাম বাদল লস্কর।’
এরপর দিদির গাড়িতে হামলা হবে, বেশি দেরি নেই’, সোশ্যাল মিডিয়ায় এই উস্কানিমূলক মন্তব্য করেন বাদল লস্কর। তারপরেই রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “কে এই বাদল? খুঁজে বের করা হোক।”
তারপরেই দুর্গাপুর থানায় দুর্গাপুর মহকুমা আদালতের এক আইনজীবী সুদীপ দেবনাথ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই দুর্গাপুরের অশোক এভিনিউ থেকে গ্রেপ্তার হয় বাদল লস্কর।