সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেপ্তার অভিযুক্ত বিশ্বজিৎ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শনিবার ২৭,সেপ্টেম্বর :: ফেসবুকে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ, নদিয়ার আড়ংঘাটা থেকে গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি।

সূত্রের খবর, নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটা এলাকার বাসিন্দা এক যুবক গত কয়েকদিন আগে ফেসবুকে লাইভে এসে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে অসম্মানজনক কথা বলার পাশাপাশি গালিগালাজ করে।এর পরই এই বিষয় নিয়ে প্রতিবাদে সরব হন সাধারণ মানুষজন। ঘটনায় ধানতলা থানা সহ আরো বেশ কয়েকটি থানায় বিশ্বজিৎ এর নামে অভিযোগ দায়ের হলে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে ধানতলা পুলিশ। যদিও শনিবার তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্ত।

শনিবার ধৃতকে রানাঘাট আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ। জানা যায় ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার পর ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। শুধু রাজ্য নয় রাজ্যের বাইরে ভিন্ন রাজ্যে ও অভিযোগ দায়ের হয়েছে বিশ্বজিতের নামে।

অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে সরব হয় আমজনতা। অবশেষে ধানতলা থানার ওসি কৌশিক করের অতি তৎপরতায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বিশ্বজিৎ বিশ্বাসকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 4 =