সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম দিবসে সংবাদ প্রবাহের সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি

সুদেষ্ণা মন্ডল ও সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: শুক্রবার ১৯,জানুয়ারি :: সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবদন্তি অভিনেতার জন্ম ১৯ এ জানুয়ারি ১৯৩৫, প্রয়াণ ১৫ ই নভেম্বর ২০২০।বাংলা চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি অভিনেতা । তিনি হলেন বাংলার চলচ্চিত্র জগতের এক বিশেষ অধ্যায়। অপুর সংসার (১৯৫৯) থেকে বেলাশুরু ( ২০২০) অন্তত ২০০ টি বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন।

সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ , তরুণ মজুমদার , অজয় কর থেকে শুরু করে বর্তমান কালের শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পর্যন্ত , বিভিন্ন পরিচালকের পরিচালনায় বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিভিন্ন চলচ্চিত্রে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি । প্রগতিশীল চিন্তার শরিক এই অত্যন্ত প্রতিভাবান মানুষটি আরো ছিলেন বিশিষ্ট মঞ্চাভিনেতা , আবৃত্তিকার এবং কবি। আজ তার জন্ম দিবস, তাঁর প্রতি রইল সংবাদ প্রবাহের শ্রদ্ধাঞ্জলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − twelve =