নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শনিবার ২০,সেপ্টেম্বর :: স্করপিও গাড়িতে করে গরু চুরি করে পাচারের সময় হাতে নাতে ধরে ফেলে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ। জানা গিয়েছে গত কাল রায়গঞ্জ শহর থেকে রাস্তায় ঘুরে বেড়ানো গরু রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী একটি স্করপিও গাড়িতে তুলে পালিয়ে যায়।
সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে জেলা পুলিশ প্রশাসন। এরপর সেই ঘটনার পর গোটা জেলার বিভিন্ন থানায় থানায় পুলিশ সক্রিয় হয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে চাকুলিয়া থানার পুলিশের সহযোগিতায় চাকুলিয়া থানার মাঝরা এলাকায় সন্দেহ জনক একটি স্করপিও গাড়িকে ধাওয়া করে পাকড়াও করে পুলিশ।
এরপর পুলিশ সেই গাড়িতে একটি গরু উদ্ধার করে। এই ঘটনায় দুইজন গরু পাচারকারীকে গ্রেফতার করে গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।