নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগরদিঘী :: সোমবার ১৫,জানুয়ারি :: মুর্শিদাবাদের সাগরদিঘীর নয়ানডাঙ্গার যুবক রমজান আলী সে একজন গাড়ি চালক, নিজস্ব স্করপিও গাড়ি নিয়ে বীরভূমেরে নলহাটির উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। বেলা গড়াতেই না গড়াতেই তার স্ত্রী, রমজান আলীকে ফোন করেন এবং ফোনে জানা যায় গাড়িতে সে যাত্রী নিয়ে রয়েছে।
কিন্তু তার স্ত্রী জানান বেলা শনিবার বেলা ৪টার পর থেকে তাকে আর ফোনে কোন ভাবেই পাওয়া যায়নি, পরবর্তীতে তার স্ত্রী, রমজান আলির বন্ধু বান্ধব কে ফোন করতে শুরু করেন। এবং শেষে জানা যায়। সাগরদিঘীর মনিগ্রাম পিডিসিএল এর ইনটেক নামক একটি জায়গা, সেখানেই ক্যানেলের ধারে একটি স্করপিও চার চাকা গাড়ি দাঁড়িয়ে থাকতে পায়।
পরিবারের লোকজন সেখানে যায়। গাড়ির দরজা খুলেই দেখতে পায় গাড়ির মধ্যেই পড়ে রয়েছে রমজান আলী । পরিবারের লোকজন তড়িঘড়ি সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই রহস্যজনক মৃত্যু ঘিরে সাগরদিঘী থানার পুলিশ গোটা বিষয়ে খতিয়ে দেখছেন। কিন্তু পরিবারের দাবি এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়, কেউ তাকে খুন করেছে এমনই অভিযোগ গোটা পরিবারে। যুবকের অকাল মৃত্যু ঘিরে শোকের ছায়া পরিবার জুড়ে।